নগদ পাসওয়ার্ড/পিন ভুলে গেছেন
বর্তমান সময়ে নগদ পিন বা পাসওয়ার্ড ভুলে যাওয়া কমন বিষয়। নগদ একাউন্ট তৈরি করার পর পিন/পাসওয়ার্ড ভুলে যাই কি ভাবে বের করতে হয় যানি না তাই আমরা আলোচনা করবো নগদ পাসওয়ার্ড বের করবো কি ভাবে, সুরু করি
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বিকাশ এর পর নগদ এর অবস্থান। নগদ হল ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং লেনদেন একটি অংশ। বিশেষ করে গ্রামে গঞ্জে নগদ এর লেনদেন খুব বেশি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল লেনদেনের যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয় কিন্তু পাসওয়ার্ড/পিন ভুলে গিয়ে বিপাকে পড়তে হয়। আপনি যেটা করবেন নগদ হেলপ্লাইন নম্বরে কল করবেন
কল করার পর আপনার কাছে যে প্রশ্নগুলা করবে
১/ নগদ একাউন্ট এর ব্যালেন্স কত
২/ গত ছয় মাসে কোন লেনদেন করেছেন কি না
৩/ আপনার নাম কি
৪/ স্টুডেন্ট আইডি দিয়ে একাউন্ট খোলা আছে কিনা
৫/ আপনার NID card নম্বর বলেন
আপনি সব কিছুর উত্তর সঠিক ভাবে দিলে তারা আপনাকে একটা ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোড দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড/পিন সেট করবেন নগদ app দিয়ে এবং ডায়াল করে সেট করতে পারবেন
যেমন *167# ডায়াল করার পর 1 টিপার পর ছয় ডিজিটের কোন দিবেন দেওয়া পর নতুন পিন এবং কনফার্ম দিবেন। মনে রাখবেন দুই জায়গায় একই রকমের এলোমেলো সংখ্যার 4 ডিজিটের পিন দিবেন তাহলে আপনার নতুন সেট হয়ে গেল এখন আপনি খুব সহজে পিন জানতে পারলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন