আলেশা কার্ড দিয়ে কি কি করতে পারবেন

আলেশা কার্ড দিয়ে কি কি করতে পারবেন 
দেশের মানুষের পাশে থাকতে নিরবিচ্ছিন্ন ভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেড। এর অংশ হিসেবে এসে গেছে আলেশা কার্ড। আলেশা হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে তাদের বিজনেস পাটনারদের সঙ্গে কার্ড হোল্ডার দের চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড। বিশ্বের বুকে মাথা উচু করে বাচঁতে এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে আলেশা কার্ড। বাংলাদেশের জন্মের ৫০ বছর প্রফূর্তি ও স্বাধীনতা জয়ন্তীতে এসেছে আলেশা কার্ড। উদ্বোধনের সঙ্গে দেশের মানুষের মাঝে সারা ফেলেছে এই কার্ড। আলেশা কার্ড একটি প্রিভিলেজ কার্ড। দেশজুড়ে ৯০টি ক্যাটাগড়িতে পাওয়া যাচ্ছে এই কার্ড।

এই কার্ড দিয়ে কি করতে পারবেন?
আলেশা মার্কেট এর নিদিষ্ট পন্য কিনতে পারবেন ১০% ডিসকাউন্ডে। আলেশা রাইডে ব্যবহার করে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে। এবং আলেশা ফার্মাসি থেকে ৫% ঔষধ ডিসকাউন্ট পাওয়া যাবে। আরো পাবেন আন্তর্জাতিক এ্যাম্বুলেন্স সেবা। মেয়াদ থাকা কালিন আলেশা কার্ডের কোনো হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যু বরন করেন পরিবারকে সর্ব উচ্চ ২লক্ষ টাকা দেওয়া হবে। এই কার্ড নিতে খরচ পরবে ৭৯৮০ টাকা। ও প্রতিবছর ৯৮০ টাকা দিয়ে কার্ডটি নবায়ন করা যাবে। এবং ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগন ৫০% পযন্ত ডিসকাউন্টে কার্ডটি নিতে পারবেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই কার্ডটি ফ্রিতে নিতে পারবেন। 
ALESHA CARD 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

fake passport maker bangladesh