বিকাশ রিওয়ার্ডস কি
বিকাশ রিওয়ার্ডস কি আমরা অনেকেই জানি বিকাশ রিওয়ার্ডস কি
আজ কে আমার কথা বলবো বিকাশ রিওয়ার্ডস কি রিওয়ার্ডস দিয়ে কি কি করতে পারবেন। বিকাশে নিয়মিত লেনেন করলে পাবেন বিকাশ রিওয়ার্ডস যত বেশি লেনদেন করবেন তত বেশি রিওয়ার্ডস পাবেন। যে সব চেয়ে বেশী লেনদেন করে সে পায় ডায়মন্ড ক্যাটাগারি যে সব চেয়ে কম লেনদেন করে সে পাবে ব্রোঞ্চ ক্যাটাগরি এই ভাবে অনেক গুলা ক্যাটাগরি আছে যেমন
1. ব্রোঞ্চ ক্যাটাগরি 2. সিলভার ক্যাটাগরি
3. টাইটেনিয়াম ক্যাটাগরি 4. গোল্ড ক্যাটাগরি
5. প্লাটিয়াম ক্যাটাগরি 6. ডায়মন্ড গ্যাটাগরি
এই ভাবে একেক ক্যাটাগরিতে একেক বোনাস পাবে। এখন বলবো কি রকম বোনাস পাবেন কোন ক্যাটগারি বিকাশ App ভিতরে গেলে দেখতে পাবেন একেক ক্যাটাগরির একেক রকম বোনাস যেমন ৫০ টাকা রিচার্ড করে ৫০% ক্যাশব্যাগ
৫ হাজার টাকা সেন্ড মানি করলে ১০০ টাকা বোনাস এই রকম অনেক বোনাস আসতে থাকবে। বিকাশ সার্ভিসগুলো নিয়মিত ব্যহার করে বিকাশ পয়েন্ট অর্জন করুন আর আপনার পয়েন্ট গুলো ব্যবহার করে বিকাশ রিওয়ার্ড সংগ্রহ করুন। পয়েন্ট অর্জনের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট রিওয়ার্ড লেভেলে অবস্থান করবেন। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন
বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট কি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন